বগুড়ার শাজাহানপুর উপজেলার বেড়াগাড়ী গ্রামে শনিবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। নিহত আব্দুল হাকিম (৫৫) উপজেলার বেড়াগাড়ী গ্রামের মৃত হাছেন আলীর ছেলে ও গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। স্থানীয়রা জানায়, উপজেলার খাদাস বাজার থেকে হাকিম রাতে বাড়ি ফেরার পথে বেড়াগাড়ী নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দৃর্বৃত্তরা তার ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যপুরি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল হাকিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে দ্রত গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে। এই ঘটনার বিষয়ে জানতে চাইলে গোহাইল ইউনিযয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু বলেন, কী কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান