বগুড়ায় ইয়াবাসহ আটক ২

বগুড়ার ধুনট উপজেলায় ইয়াবাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ জুন) রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ধেরুয়াহাটি গ্রামের আবুল কাশেমের ছেলে চাঁন মিয়া (৩৬) ও শ্যামগাতী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নুরুল ইসলাম ফটু (৬০)। তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

ধুনট থানার এসআই শাহীনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়েছে।

আজ (২১ জুন ) আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের আওতায় জেলা আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

আরএম/