বগুড়ার সদস্যরা শহরের ফুলবাড়ী এলাকা থেকে ৫২পিস ইয়াবাসহ ফুল মিয়া (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৬ আগস্ট) সন্ধ্যায় ওই এলাকার পানি উন্নয়ন বোর্ডের পাশে একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফুল মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহারহাট ভান্ডারীপাড়ার মোঃ ইসাহাক আলীর পুত্র। সে বর্তমানে শহরের আটাপাড়ায় ভাড়া থাকে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বগুড়া জেলার সদর থানাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজকের বাজার/একেএ