বগুড়ায় কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

বগুড়ার শেরপুর উপজেলায় কার্ভাডভ্যানের ধাক্কায় ৩ পথচারী নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন।

রোববার (৩ জুন) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা দক্ষিণপাড়ার মহসিন আলী, সাদেক আলী ও শাহ মাহমুদ। তবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী জানান, সকালে ছোনকা এলাকায় অবস্থিত মজুমদার এগ্রো ফুড প্রডাক্টস নামের একটি প্রতিষ্ঠানের সামনে দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে রাজমিস্ত্রির পেশার ৬ জন ব্যক্তি হেঁটে ছোনকা বাজারের দিকে আসছিলেন।

পথিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি কার্ভাডভ্যান (ঢাকা মেট্রো-ম-১১-৪০০৮) পেছন থেকে তাদেরকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ ব্যক্তি নিহত হন। আহত হন একজন।

এসআই কাজল কুমার নন্দী আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাজার/একেএ