বগুড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় শ্রমিক নেতার মৃত্যু

বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় এক শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের কড়িতলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিক নেতার নাম জুয়েল খান (৪৮)। তিনি পৌর শহরের কোর্টপাড়া এলাকার মৃত হারুনর রশীদের ছেলে। জুয়েল বগুড়া জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জুয়েল খান ভোর ৪টার দিকে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় শহরের বাসস্ট্যান্ড কড়িতলায় ঢাকাগামী কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়।

আজকের বাজার/একেএ