জেলার নন্দীগ্রাম উপজেলায় আজ আউশ চাষ বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পৌরসভাসহ এ উপজেলার তিনহাজার ৫০জন কৃষকদের প্রত্যেকে বিনামূল্যে ৫ কেজি ধান বীজ, ডিএপি সার ২০ কেজি ও এমওপি ১০ কেজি সার পাচ্ছেন।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার থালতা-মাঝগ্রাম ও বুড়ইল ইউনিয়নের কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম কামাল নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ কামাল ফারুক। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু ও কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভট্রাচার্য। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান