বগুড়ায় কৃষকের বাড়িতে ৫৪টি গোখরা সাপ নিধন

বগুড়ায় এক কৃষকের বাড়িতে ৫৪টি গোখরা সাপ নিধন করা হয়েছে।

শুক্রবার (২৯ জুন) বগুড়ার ধুনটের শিয়ালি গ্রামের কৃষক হাবিবুর রহমানের বাড়ির বৈঠকখানা থেকে সাপগুলো উদ্ধার করেন।

বগুড়ার ধুনটের শিয়ালি গ্রামে এক কৃষকের বাড়িতে ৫৪টি বিষধর গোখরা সাপ নিধন করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রামবাসীরা কৃষক হাবিবুর রহমানের বাড়ির বৈঠকখানা থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, ধুনট উপজেলার শিয়ালি গ্রামের কৃষক হাবিবুর রহমানের বাড়ির বাহিরে একটি বড় বৈঠকখানা আছে। এর একপাশে জ্বালানি খড়ি রাখার জায়গা রয়েছে। সেখানেই বিষধর সাপ বাসা করে।

এ ব্যাপারে হাবিবুর রহমানের ছোট ভাই ফরমান আলী জানান, শুক্রবার দুপুরের দিকে তার বোন ফেন্সি খাতুন রান্নার খড়ি আনতে সেখানে গেলে সাপ দেখতে পান। তিনি চিৎকার দিলে গ্রামবাসীরা ছুটে আসেন। তারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় ঘরের ভেতরের ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে আসা প্রায় ৬ ফুট লম্বা দুটি সাপ নিধন করেন। এই দুটি সাপ ছাড়াও অনেকগুলো ছোট সাপ ছিল। সাপগুলো নিধন করার পর গর্ত খুড়ে ৫২টি ডিম পাওয়া যায়। পরে ডিমগুলোও ভেঙে ফেলা হয়।

আরজেড/