বগুড়ার আদমদীঘি উপজেলার মোছাঃ তিন্নি বানু (১৩) নামের এক স্কুল ছাত্রী গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অাত্মহুতি দেওয়া ওই স্কুল ছাত্রী উপজেলার একটি মাধ্যমিক স্কুলের ৬ষ্ঠ শ্র্রেনীর ছাত্রী।
বৃহস্পতিবার রাত ১০ টায় পরিবারের সবার অজান্তে সে আত্মহত্যা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তিন্নি উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা রথবাড়ীর মহল্লার বাসিন্দা নয়ন হোসেনের মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টায় পারিবারের সবার অজান্তে রাতের খাবার শেষে তিন্নি তার শয়ন ঘরে তালার তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে সান্তাহার টাউন ফাঁড়ির ইনজার্জ মুসা মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আজকের বাজার/ এমএইচ