বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় চলন্ত একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১৯ জুন) দিবাগত রাত ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, বগুড়া শহরের কলেজ রোডের কালিতলা এলাকার আলহাজ্ব আব্দুল খালেক তার পরিবার নিয়ে রাজশাহী থেকে বগুড়া ফোরার পথে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছুলে হঠাৎ চলন্ত প্রাইভেট কারটিতে আগুন ধরে যায়। টের পেয়ে গাড়ির যাত্রীরা দ্রুত নেমে পড়েন।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, প্রচণ্ড গরমে গাড়ির ইঞ্জিন গরম হয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় কারটিতে হঠাৎ আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
আজকের বাজার/একেএ