বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজি দামের চাল কেলেঙ্কারির অভিযোগে জেলার ধুনট উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তারা হলেন- নিমগাছী এলাকার মেসার্স তিন ভাই ট্রেডার্স অ্যান্ড সেমি অটোরাইচ মিলের মালিক ও নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নবাব আলী এবং চালের ডিলার ও নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আব্দুল হাদি মণ্ডল।
বিষয়টি নিশ্চিত করে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক জানান, দলীয় সিদ্ধান্তে অভিযুক্ত ওই দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি বাবু বাজার এলাকায় ডিলারের বিক্রয় কেন্দ্র থেকে সুবিধাভোগীদের কাছে দশ টাকা কেজি দরের চাল বিক্রি করছিলেন আব্দুল হাদি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান চালিয়ে আব্দুল হাদির কাছে অবৈধভাবে রাখা ২৩৬টি কার্ড ও একই স্থানে নবাব আলীর গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ মণ (৫১ বস্তা) চাল জব্দ করেন।
এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।
একইদিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।