জেলায় আজ আগস্ট মাসের বিশেষ বুলেটিন ‘চিরঞ্জিব বঙ্গবন্ধু’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল-রাজী জুয়েল সম্পাদিত ‘চিরঞ্জিব বঙ্গবন্ধু’ ম্যাগাজিনের প্রকাশনা উৎসব আজ শনিবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মকবুল হোসেন মুকুল ও যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান