বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন।
রোববার (২৭ মে) সকালে শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম সুলতান আলী (২৮)। সুলতান আলী বগুড়ার শাজাহানপুর উপজেলার নারিল্লা গ্রামের মৃত সোবহান আলীর ছেলে।
বনানী পুলিশ ফাঁড়ির ওসি তরিকুল ইসলাম জানান, স্থানীয়রা রোববার সকালে মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় সুলতানের রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ছিনতাইয়ের উদ্দেশে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশের ধারণা।
আজকের বাজার/একেএ