বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শ্রীমতি কিরণী বালা (৪৩) নামে এক নারী শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
শুক্রবার ( ২০ জুলা্ই) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় কিরণী বালার স্বামীকে আটক করেছে পুলিশ।
বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত কিরণী বালা পৌর শহরের কালিকাপুর গ্রামের সুরেশ প্রামানিকের দ্বিতীয় স্ত্রী। কিরণী বালা ইট ভাঙার কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে শনিবার রাতে স্বামী-স্ত্রী নিজেদের ঘরে শুয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে কিরণী বালাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
পরে তার ও তার স্বামীর চিৎকারে আশপাশের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
ওসি নাসির উদ্দিন জানান, পারিবারিক কলহের কারণে এ হত্যার ঘটনা ঘটতে পারে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সুরেশকে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।
এসএম/