বগুড়ায় ছেলের ছুরিকাঘাতে এক বাবা নিহত হয়েছেন। নিহতের নাম নাম আব্দুর রশিদ (৫০)। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
শনিবার (৯ জুন) রাতে শহরের ছোটকুমিড়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছেলে শাকিলকে গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, নিহত রশিদ ও তার ছেলে শাকিল ব্যাটারী চালিত অটোরিকসা চালাতেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শনিবার রাতে পারিবারিক কলহের জেরে পিতা-পুত্রের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছেলে শাকিল তার বাবাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুত্বর আহত রশিদকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছেলেকে শহরের চারমাথা থেকে গ্রেফতার করে।
রাসেল/