বগুড়ার আদমদিঘী উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াত-উল-মুজাহিদীনের (জেএমবি) দুই সদস্যকে অস্ত্রসহ আটকের খবর জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
রোববার (১ জুলাই) তাদের আটক করা হয়।
আটক রুবেল হোসেন (২৭) এবং আব্দুল বারি (২৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় থাকতেন।
বগুড়া পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট ও জেলা পুলিশের (মিডিয়া) ইনচার্জ সনাতন চক্রবর্তীর ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। সেসময় পৌতা প্রাইমারি স্কুল এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে আটক করেন তারা।
তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলি উদ্ধারের কথা জানায় পুলিশ।
আরএম/