বগুড়ার ধুনটে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ আগস্ট) দুপুর একটার দিকে উপজেলার বিল বাইশা সরকারি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম সোনাতন হাওয়ালদার (৪৩)। নিহত সোনাতন হাওয়ালদার উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পোচিবাড়ী গ্রামের যগেন্দ্রনাথ হাওয়ালদারের ছেলে।
মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর চারটার দিকে মাছ ধরার উদ্দেশে জাল নিয়ে বাড়ি থেকে বের হয়ে দেড় কিলোমিটার দূরে জালশুকা-চান্দিয়াড় গ্রামের মাঝে অবস্থিত বিল বাইশা জলাশয়ে যায়। পরে সকাল সাতটার দিকে বিল বাইশার পানিতে সোনাতন হাওয়ালদারের মৃতদেহ ভাসতে দেখে তার স্বজনদের খবর দেন ওই জলাশয়ের পাহারাদার ছানোয়ার হোসেন। তবে সোনাতন হাওয়ালদারের মৃত্যু রহস্য নিয়ে জনমনে নানা গুঞ্জন শুরু হয়েছে।
নিহত সোনাতন হাওয়ালদারের স্ত্রী শিল্পী রানী বলেন, কিভাবে তার মৃত্যু হয়েছে তা সঠিক করে বলতে পারছি না।
ধুনট থানার ওসি খান মো. এরফান এ খবর নিশ্চিত করেছেন।
আজকের বাজার/একেএ