বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকের দুই আরোহী নিহত

জেলার কাহালু উপজেলায় গতরাতে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বীরকেদার বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহতরা হলেন  মোটর সাইকেলের আরোহী নওগাঁ সদরের বাসিন্দা আব্দুল (২০) ও সৈকত (২১)।
কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, শুক্রবার রাত আটটার দিকে মোটর সাইকেল আরোহীরা বগুড়া থেকে নওগাঁ দিকে যাচ্ছিল। আর ধান বোঝাই ট্রাকটি নওগাঁ থেকে বগুড়া দিকে আসছিল। এ সময় ট্রাাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
কাহালু উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বীরকেদার বারো মাইল নামাক স্থানে মোটর সাইকেলের সাথে ট্রাক(ঢাকা মেট্রো ট ১৮-২৮৫০) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে একজন এবং পরে আহত অবস্থায় দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎধীন অবস্থায় অন্যজনের মৃত্যু হয়। আহত আর একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে।।ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেয়া হয়েছে।  এঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে আছে।