বগুড়া-নওগাঁ মহাসড়কে বুধবার রাত ১২টার দিকে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছে গ্রামীণ ফোনের কর্মকর্তা রবিউল ইসলাম (৩৫)। মৃত ব্যক্তি বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের গোবরধনপুর গ্রামের নজমুল হোসেনের ছেলে। সে গ্রামীণ ফোন দপচাঁচিয়ায় কাজ করতেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বুধবার রাতে এক সহর্কমীর সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বগুড়া সদরের এরুলিয়া বাজারের শম্ভু ফ্লাওয়ার মিলের কাছে মোবাইল ফোনে কথা বলার সময় তিনি অসাবধানে মোটরসাইকেলের পেছন থেকে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মোটর সাইকেলের অপর যাত্রী অক্ষত আছেন । খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আজকের বাজার/লুৎফর রহমান