বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরলয়া নামক স্থানে রোববার রাত ৯টার দিকে ট্রাক চাপায় পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। মৃত,বিকাশ চন্দ্র সরকার কক্সবাজারে ৪র্থ আমর্ড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর গ্রামের নিমাই চন্দ্রের ছেলে।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানায়, এএসআই বিকাশ চন্দ্র সরকার তার পূর্বের কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলায় আদালতে স্বাক্ষী দিয়ে তিনি বগুড়া শহরের বাসায় ফিরছিলেন। রোববার রাত ৯ টার দিকে তাকে বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি বগুড়া সদরের এরলয়া নামক স্থানে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাশ চন্দ্রকে মৃত ঘোষণা করেন।