বগুড়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষ, নিহত ৪

বগুড়ায় ট্রাক ও লেগুনার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছ্নে। এছাড়া আরও ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৩ মে) বগুড়ার-নাটোর মহাসড়কের পারতেখুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া শাজাহানপুর থানার এসআই মাসুদ জানান, লেগুনাটি বগুড়া থেকে নন্দিগ্রাম যাচ্ছিল। পথে বগুড়া-নাটোর মহাসড়কের পারতেখুর এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আহত হন ১০ জন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক চারজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্য আহতরা সেখানেই চিকিৎসাধী আছেন।

মাসুদ জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরজেড/

0
Shares