বগুড়ার কাহালুতে সোমবার ট্রেনে কাটাপড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন-কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রামের ফেলানী বেগম(৫৫)ও তার ছেলে রাজ বাবু(২৫)। কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, বেলা দেড়টার দিকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস কাহালু রেলওয়ে স্টেশন পার হওয়ার সময় রেললাইনের ওপর বসে থাকা রাজ বাবুকে সরিয়ে আনতে যান ফেলানী। এসময় ট্রেন চলে এলে দুজনই ট্রেনে কাটাপড়ে মারা যান। ওসি আরও জানান, রাজ বাবু মানসিক রোগী ছিল। তার মা স্টেশনে বরই, আচার বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। লাশ দুটি রেলওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান