বগুড়ার নন্দীগ্রামে পানির ডোবা থেকে বুধবার সকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ফাতেমা খাতুন (১৭) কৈগাড়ী গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি আল-আমিনের (২৫) স্ত্রী এবং নন্দীগ্রামের ফোকপাল গ্রামের রমজান আলীর মেয়ে। ফাতেমা স্বামীকে নিয়ে পিতার বাড়িতে বসবাস করতেন। তাদের একটি সন্তান রয়েছে।
এ ঘটনায় আল-আমিনকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য গৃহবধূর লাশ মর্গে পাঠানো হয়েছে। নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, পারিবারিক কলহে মঙ্গলবার রাতে আল-আমীন ফাতেমাকে মারপিট করে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্বামীকে আটক করা হয়েছে। ফাতেমার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান