জেলার শেরপুরে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনন্ত ৬ জন যাত্রী আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁদেরকে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার দিনগত রাত অনুমান ২টায় উপজেলার শেরপুর উপজেলার দশমাইল নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশের দশ মাইল ক্যাম্পের ইনচার্জ বানিউল আলম আনাম জানান, ঢাকাগামী নাবিল পরিবহনের (ঢাকা (ঢাকা মেট্রো ব-১৪-৫৫২২) যাত্রীবাহী একটি বাস মহাসড়কের দশ মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সৃষ্টি পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৬১৪৪) নামের যাত্রীবাহী আরেকটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে সৃষ্টি পরিবহনের বাস চালক নীলফামারি ডিমলার রওশন হাবিব (৪৫) একই জেলার বাসযাত্রী মো. মাসুদ ঘটনাস্থলে মারা যায়।
আহত ৭ জনকে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসধীন অবস্থায় ডিমলা থানার রইচ উদ্দিনের ছেলে বাবুল (৫০) মারা যায়। মৃত ব্যাক্তিদের লাশ শজিমেক হাসপালের মর্গে আছে। গুরুতর আহত ৬ বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধিন আছে।
বানিউল আলম আনাম জানান, বাস দু’টি জব্দ করে হাইওয়ে ফাঁড়িতে আনা হয়েছে। এব্যাপারে মামলা হবে বলে।