বগুড়ায় নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার নতুন করে আরও সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ১৩ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহীন জানান, আগে থেকে আইসোলেশন কেন্দ্রে পাঁচজন করোনা রোগী ভর্তি ছিল। আরও সাতজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
তারা ধুনট, সোনাতলা, বগুড়া সদর, সারিয়াকান্দী, দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা। সম্প্রতি তারা ঢাকাসহ অন্যান্য এলাকা থেকে বাড়ি ফিরেছেন।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৩ হাজার ৭৭২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।