বগুড়ায় পীরের ওরশ মাহফিলে দুই পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় আটক হওয়া ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটক ২৪ জনকে বগুড়ার আদালতে প্রেরন করা হয়েছে।
জানা যায়, পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার রাত ১০টায় শহরের সুলতানগঞ্জ পাড়া গোয়ালগাড়িস্থ ভাষা সৈনিক মরহুম গাজিউর হকের বাসভবন চত্বরে বার্ষিক ওরশ মাহফিলের আয়োজন করা হয়। পরে ওরশ বন্ধ করতে গেলে দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করা হয়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশের ওপর হামলার ঘটনায় এস আই আব্দুল গফুর বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড় শতাধিক মানুষের নামে সদর থানায় রাতেই মামলা দায়ের করেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/ আখনূর রহমান