বগুড়ায় পুলিশ, চিকিৎসক, ব্যাংকারসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় সর্বশেষ ২৪ ঘণ্টায় পুলিশ, চিকিৎসক ও ব্যাংকারসহ নতুন করে আরও পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৭ জনে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। বগুড়ার ৯৬টির মধ্যে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুজন বগুড়া জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই), কাহালু উপজেলার দুই ব্যাংক কর্মকর্তা ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের একজন চিকিৎসক রয়েছেন।

এদিকে, মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল জানান, চিকিৎসক আক্রান্ত হওয়ায় তার সংস্পর্শে আসা ওই হাসপাতালের স্বাস্থ্য ও সাধারণ শাখার ১৭ জন কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এনিয়ে বুধবার রাত পর্যন্ত বগুড়া জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৭ জনে। এদের মধ্যে ৯ জন সুস্থ হওয়ায় এখন চিকিৎসাধীন আছেন ৪৮ জন। তারা নিজ বাসা ও করোনা আইসোলেশন কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।