বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কে আজ বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শেরপুর উপজেলার ঘোঘা বটতলার কাছে একটি দুর্ঘটনরায় ৬ জন নিহত ও ১১ জন আহত হয়। নিহতরা সবাই ট্রাকে করে বাড়ি ফিরছিল। অপরদিকে উপজেলার মহিপুরে আজ ভোরে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৪জন আহত হয়।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে দুর্ঘটনার পর ঢাকা-বগুড়া মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। হাইওয়ে পুলিশের ইন্সপেক্টরের ইয়ামিন ইদ দৌলা জানান, বুধবার দুপুর পৌঁণে ১২ টায় ঢাকা থেকে বগুড়াগামী লবন বোঝাই একটি ট্রাক শেরপুর উপজেলার ঘোঘা বটতলা অতিক্রম করার সময় বগুড়া থেকে ঢাকা অভিমুখী লাব্বাইক পরিবহনের বাসের মুখোমুখি সংর্ঘষে লবন বোঝাই ট্রাক উল্টে গিয়ে ৬ যাত্রী ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়। এছাড়া বাসের ১১ জন যাত্রী আহত হয়।
তিনি আরো জানান, ট্রাকের চালক ও হেলপার আহত হয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন আছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করেছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন কবির জানান, একই দিন ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মহিপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহত মৃদুল ইসলাম (২২) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেচড়া গ্রামের রফিকুল ইমলামের ছেলে। আহত ৪ জনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/ আখনূর রহমান