বগুড়ায় প্রশ্ন সরবরাহের নামে প্রতারণা, গ্রেপ্তার ১

এইচএসসি পরীক্ষার প্রশ্ন সরবরাহের নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বগুড়ায় এক যুবকক আটক।

শনিবার গভীর রাতে বগুড়ার ধুনট উপজেলার বানিয়াগাঁতি থেকে মাহবুব আলম নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, প্রতারক মাহবুব ফেইসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করে গ্রুপ খুলে প্রশ্ন দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করে।

এরইমধ্যে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার খবর পাওয়া গেছে। তবে তার কাছে কোনো প্রশ্ন পাওয়া যায়নি বলে জানায় র‌্যাব।

আজকের বাজার/আরজেড