বগুড়ায় বাগান থেকে শিক্ষকের লাশ উদ্ধার

বগুড়ার আদমদীঘি উপজেলায় ডুমুরিয়া গ্রামে ইউক্যালিপটাস বাগান থেকে রশিদুল ইসলাম (৫৬) নামের এক শিক্ষকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রশিদুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

শুক্রবার ওই শিক্ষকের বাড়ির পাশের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মো. ওয়াহিদুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রশিদুল ইসলাম ডুমুরিয়া গ্রামের নিজ বাসা থেকে বের হন। এরপর আর তিনি বাসায় ফেরেননি। আজ সকালে স্থানীয়রা তাঁর মৃতদেহ বাড়ির পাশে ইউক্যালিপটাস বাগানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে তাঁর মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত ওই শিক্ষকের শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরো জানান, রশিদুল ইসলামের স্ত্রী শ্বশুরবাড়ি যাওয়ায় তিনি বাড়িতে একাই ছিলেন। এ ঘটনায় তদন্ত চলছে। হত্যাকারী যেই হোক, দ্রুতই গ্রেপ্তার করা হবে বলে।

আরএম/