বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে বগুড়া-জয়পুরহাট সড়কের কিচকের হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বগুড়া থেকে জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাস শিবগঞ্জের কিচকের হাজীপুরে পৌঁছালে বিপরীত দিক আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে বাস এবং অটোরিকশা সড়কের দুই পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার শহীদুল ও অটোরিকশার চালক দেলবর নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুইজনকে উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসে কোনো যাত্রী ছিল না। বাসটি উদ্ধার করেছে পুলিশ।
আজকের বাজার/এমএইচ