বগুড়ার আদমদীঘি উপজেলায় বিষাক্ত গ্যাসবড়ি সেবনে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ জুন) উপজেলার জিনইর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম চঞ্চল (২৫)। চঞ্চল একই এলাকার কিনা রবিদাসের ছেলে।
জানা যায়, আদমদীঘির জিনইর গ্রামে কিনা রবিদাসের ছেলে চঞ্চল রবিদাস পারিবারিক কলহের জেরে বিষাক্ত গ্যাসবড়ি সেবন করে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে উপজেলা হাসপাতালে নেয়।
সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বগুড়া হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যায় চঞ্চল।