জেলায় আজ’বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’শীর্ষক সংবাদ সম্মেলন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রশাসকের সম্মেলনকক্ষে আজ সোমবার অনুষ্ঠিত দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য উপস্থাপন করেন প্রবাসীকল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপসচিব মো. আবুল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা আখাতরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বগুড়ার পৌর মেয়র মাহবুবর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান