বগুড়ায় ভটভটির ধাক্কায় প্রতিবন্ধী শিশু নিহত

বগুড়ার ধুনটে ভটভটির ধাক্কায় শ্রবন প্রতিবন্ধী এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে ধুনট-জোড়শিমুল সড়কের সুলতানহাটা গ্রামে ঈদগাঁ মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শান্ত মাহমুদ (৭)। শান্ত উপজেলার চিকাশি ইউনিয়নের সুলতানহাটা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, দুপুরের দিকে গরু বোঝাই একটি ভটভটি জোড়শিমুল থেকে ধুনট শহরের দিকে রওনা হয়। পথিমধ্যে সুলতানাহাটা গ্রামের ঈদগাঁ মাঠের পাশে পৌছালে ভটভটির সামনে দিয়ে শান্ত মাহমুদ রাস্তা পারাপার হতে থাকে।

এ সময় অসাবধাণতাবসত ভটভটি ধাক্কায় ঘটনাস্থলেই শান্ত মাহমুদের মৃত্যু হয়েছে।

আজকের বাজার/একেএ