বগুড়ায় মশার কয়েল ফ্যাক্টরীতে অগ্নিকান্ডে ১ শ্রমিকের মৃত্যু

বগুড়ার সদর থানার নামুজা ইউনিয়নের শিকারপুরে শনিবার ভোর ৬টায় ‘ওয়ান মেগা সুপার মশকিউটো’ মশার কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ হয়ে বেলাল (২২) নামের কয়েল ফ্যাক্টরীরর শ্র্রমিক মারা গেছে। তার বাড়ি সিরাজগঞ্জের শাজাহাদপুরে। আগুনে পুড়ে যাওয়া লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতালের মর্গে নেয়া হয়েছে।মৃত বেলালের পূর্ণ পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঐ কারখানায় আরো ৩ জন শ্রমিক ছিল। তারা অক্ষত অবস্থায় বের হয়ে আসতে সক্ষম হয়েছে বলে পুলিশ জানায়।
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন মাষ্টার বজলুর রশিদ জানান , শনিবার ভোর ৬ টায় শিকার পুরের একটি মশার কয়েল ফ্যাক্টরীতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম সেখানে পৌছে যায়। তারা দেড় ঘন্টা চেষ্টর পর আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস অফিসার জানায় ,ফ্যাক্টরীর মধ্যে বিদ্যুতের তার থেকে আগুন লাগে। কয়েল ফ্যাক্টরীর মালিক শাহিনুর রহমানকে সেখানে পাওয়া যায়নি। এ মশার কয়েল কারখানার কোন লাইসেন্স ও ফয়ার সার্ভিসের কোন অনুমোন আছে কিনা তা জানতে পারেনি ফায়ারে উপ- পরিচারক হামদুর রহমান।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) জানান, অগ্নিকাডের খবর পেয়ে সেখানে পুলিশ যায়। তারা সেখানে বেলালের আগুনে পুড়ে যাওয়া লাশ দেখতে পান। তবে ঐ কারখানার বৈধ অনুমোদনের বিষয়টি খতিয়ে দেখতে হবে বলে জানান। কারণ কয়েল কারখানার মালিক পলাতক আছ। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, তাদের ফায়ারের কোন লাইসেন্স নাই।