বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়েছে। নিহত দুই’জন একে অপরের বন্ধু। তারা ঈদের দাওয়াত খেতে
শনিবার রাতে ঈদের দাওয়াত খেতে যাওয়ার পথে বগুড়া-নাটোর মহাসড়কে উপজেলার বিজয়ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইসমাইল (৫৩) নন্দীগ্রাম উপজেলার কদমা গ্রামে ও ফেরদৌস আলম (৪৫) উপজেলার নামুইট গ্রামের বাসিন্দা।
নন্দীগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আবদুল বারী জানান, রাতে দুই বন্ধু ইসমাইল ও ফেরদৌস আলম অটোরিকশায় উপজেলার ইউসুফপুর গ্রামে এক আত্মীয়ের বাসায় ঈদের দাওয়াত খেতে যাচ্ছিলেন।
পথে নন্দীগ্রামের বিজয়ঘাট এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাস তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়।
ফেরদৌসকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান চেয়ারম্যান আবদুল বারী।
আজকের বাজার/এমএইচ