জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বুধবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালীজাতির মুক্তির সনদ ৬ দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতি বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
এসময় তিনি বলেন , বঙ্গবন্ধু জাতির স্বাধীনতার কথা সব সময় ভাবতেন। বাঙালী জাতিকে পাকিস্তা নের শৃংখল থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধু ৬ দফার ঘেষাণা দেন। আর এ ৬ দফা সনদের কারণে আজ বাঙালী জাতি সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছে । তার নির্দেশিত পথে আমাদের দেশ গঠেেন কাজ করতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপর আলী আশরাফ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসনে, জেলা আওযামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু,সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। অনুষ্ঠানে ৩ জন বিজয়ীর হাতে সনদ ও পুরষ্কার প্রদান করা হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান