গত ১২ ঘন্টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনার পানি ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে রোববার সকাল ৯ টায় বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার বিকেল ৬ টায় পানি বিপদ সীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।উজান থেকে আসা ঢলে বগুড়ায় যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব দিকের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে দুটি উপজেলা সোনাতলা ও সারিয়াকান্দির নিম্নাঞ্চলের ৮০ টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
জেলা প্রশাসকের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার ত্রাণ কর্মকর্তা আজাহার আলী মন্ডল জানান, যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিপরীতে পূুর্বদিকে জেলার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় বন্যার পানিতে ৫৬৮ হেক্টর কৃষি জমি প্লাবিত হয়েছে। দুই উপজেলার ১৩ টি ইউনিয়নের ৮০ টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে১৪ হাজার ৬০ টি পরিবারের ৫৭ হাজার ২৮০ মানুষ । ৬০ টি কাঁচা ঘরে পানিতে তলিয়ে গেছে। সোনাতলা ও সারিয়াকন্দি উপজেলার ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।
জেলা প্রশাসকের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা জানান, ত্রাণ হিসেবে সারিয়াকান্দি উপজেলায় ১০০ মেট্রিক টন চাল, ১ হাজার প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। যমুনা তীরবর্তি বগুড়ার সোনাতলা উপজেলায় ৫০০ প্যাকেট শুকনা খাবার, সাড়ে ১০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। জেলায় প্রচুর ত্রাণ সামগ্রী মজুদ আছে।