বগুড়া-নন্দীগ্রাম সড়কের সোলিনা পাম্পের সামনে আজ ভোর সাড়ে ৬টায় এক সড়ক দুর্ঘটনায় ট্রাক মালিক নিহত হয়েছে। মৃত ব্যক্তি পাবনার দাসুড়িয়া গ্রামের আয়েত আলীর ছেলে হায়দার আলী (৪৫)।
নন্দীগ্রাম থানার ওসি শওকত কবীর জানান, বগুড়া-নন্দীগ্রাম মহাসড়কে সোলিনা পাম্পের পাশে একটি পাথর বোঝাই ট্রাক (কুষ্টিায়া ট-১১-১৭৮২) রাস্তায় দাঁড়িয়েছিল। একই দিক থেকে আসা অপর একটি পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৭৯৯৬) দন্ডায়মান ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ট্রাকের কেবিনে বসা ট্রাক মালিক হায়দার আলী ঘটনা স্থলে মারা যায়। ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
হায়দার আলীর মৃত দেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। দাঁড়িয়ে থাকা ট্রাকটি পুলিশ হেফাজতে আছে।