জেলার শেরপুর উপজেলার শেরুয়া বটতলায় আজ সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছেন।
শেরপুর থানার ওসি হুমায়ন কবির জানান, চট্ট্রগামের রাঙ্গুনিয়াতে নওগাঁ জেলার কিছু ধান কাটা শ্রমিক কাজ করতো। চট্ট্রগ্রাম ও নওগাঁ জেলা প্রশাসনের সহযোগীতায় ৪০ জনের একদল শ্রমিক নিয়ে ধান কাটার জন্য হানিফ পরিবহন রিজার্ভ বাসে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিলেন।
সকাল সাড়ে ৬ টায় বগুড়া থেকে বিপরীত দিক যাওযার সময় একটি ট্রাক ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার শেরুয়া বটতলায় নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনা স্থলে বাসের যাত্রী মোশরাফ হোসেন(৪৫) ঘটনা স্থলে মারা যায়। তার সহোদর আবু হানিফকে(৩৫) আহত অবস্থায় শজিমেক হাসপাতলে নেয়ার পর মারা যায়। বাসের অন্য যাত্রীরা অক্ষত ছিল। ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা আছে।
পুলিশ বাস ও ট্রাক দু’টিকে আটক করে কুন্দার হাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রেখেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।