জেলার সদর উপজেলায় সড়কে বিকল হয়ে যাওয়া একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত হন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার দ্বিতীয় বাইপাস সড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন বগুড়ার গোকুল এলাকার সোনা মিয়ার ছেলে আল-আমিন (১৮)। তিনি একটি ট্রাকের চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন। অপরজনের পরিচয় জানা যায়নি। তবে তিনি বিকল হওয়া ট্রাকটি ঠিক করার জন্য মেকানিক হিসেবে কাজ করছিলেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান সকালে গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকাগামী কাঁঠালবোঝাই একটি ট্রাক বাইপাসের বাঁশবাড়িয়া এলাকায় বিকল হয়ে যায়। চালকের সহকারী ও একজন মেকানিক সেটি ঠিক করছিলেন। ভোরে রংপুর হতে ছেড়ে আসা ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক বিকল ট্রাকটিকে জোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পাথরবোঝাই ট্রাকের চালক ও তাঁর সহকারী আহত হন। তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে।