বগুড়া সদরের মানিকচক বাজার এলাকায় বুধবার সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে এক শিশুসহ চারজন মারা গেছে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয়া পাওয়া গেছে। তারা হলেন- ছামেদ আলী (৪৮), সামিউল (৩৫) ও তার পাঁচ বছরের ছেলে ইব্রাহিম।
ফুলবাড়ী ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টায় বগুড়া-ঢাকা ২য় বাইপাস সড়কের মানিকচক বাজারে ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। আহত হন অটোরিকশার তিন যাত্রী ইব্রাহীম, তার বাবা সামিউল ও ছাবেদ আলী।
তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে শিশু ইব্রাহীম ও ছাবেদ আলীর মৃত্যু হয়। পরে ইব্রাহিমের বাবা সামিউলও মারা যান।
পুলিশ জানায়, নিহত ইব্রাহীম ও তার বাবা বগুড়া সদরের শাখারিয়ার এলাকার বাসিন্দা। আর ছাবেদ আলী সদরের কর্ণপুরের জয়নালের ছেলে। নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
আজকের বাজার/এমএইচ