বগুড়ায় চলন্ত পিকআপ ভ্যান ব্রেক ফেল করে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১ জন।
সোমবার ১৫ মে জেলার মহাস্থানগড়ের সেতুর পাশে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- বগুড়ার এরুলিয়ার ইজা প্রামাণিকের ছেলে রায়হান প্রামাণিক (৩৫) ও রংপুরের মিঠাপুকুরের আলু ব্যবসায়ী জহুরুল (৫০)। এ ঘটনায় আহত ব্যক্তিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, সোমবার ভোরে বগুড়ার মহাস্থানগড়ের সেতুর পাশে রংপুরগামী একটি ট্রাকের পিছনে অপর একটি চলন্ত পিকআপ ব্রেক ফেল করে জোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের ২ জন মারা যায়। আহত হয় অপর ১ জন। পিকআপ ভ্যান ও ট্রাক আটক করা হয়েছে।
আজকের বাজার: আরআর/ ১৫ মে ২০১৭