বগুড়ার নন্দীগ্রামে ২২লিটার চোলাই মদসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ জুলাই) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতের নাম উসমা মহাতো (৪০)। তিনি উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রামের মৃত তুফান মহাতোর স্ত্রী।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাসগ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২ লিটার চোলাই মদসহ উসমা মহাতোকে আটক করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
আজকের বাজার/একেএ