বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৪ জন করোনায় ও ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় নতুন মৃত্যু নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৬৭ জনে। মৃতদের মধ্যে শুধু বগুড়ার বাসিন্দা রয়েছেন ৬০৯ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে এই তালিকায় উপসর্গ নিয়ে মৃতরা নেই।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য জানিয়েছেন। ডা. তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় বগুড়ার ৩৯০টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭০ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪২ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ১৭ দশমিক ৯৪ শতাংশ।
তিনি বলেন, জেলায় বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১০৮২ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৫৩ জন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান