গরিব অসহায় ও অসুস্থ মানুষের জন্য অনুষ্ঠিত হলো ফ্রি মেডিসিন ক্যাম্প।
শুক্রবার (২৭ জুলাই) বগুড়ার দুপচাঁচিয়ায় জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে ১৮ জন বিশেষজ্ঞ ডাক্তার প্রায় ৭শ’ রোগীকে চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন।
জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা আসাদুর রহমান খন্দকার লাইজুর অর্থায়নে জিয়া নগর ইউনিয়ন পরিষদ এ মেডিসিন ক্যাম্পের আয়োজন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- বগুড়া জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সামির হোসেন মিশু, জিয়ানগর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদার, জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা আসাদুর রহমান খন্দকার লাইজু প্রমুখ।
আজকের বাজার/আরআইএস