বগুড়ার ৫টি ও নড়াইলের ২টি পৌরসভায় তৃতীয় ধাপের পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধির মনোনয়ন বোর্ড।
বাসস বগুড়া সংবাদদাতার পাঠানো সংবাদে জানা যায়- বগুড়ার ৫টি পৌরসভার আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন- জেলার ধুনট পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, শিবগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র তৌহিদুর রহমান মানিক, গাবতলীতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোমিনুল হক (শিলু), কাহালুতে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ, নন্দীগ্রামে পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্যানেল মেয়র আনিছুর রহমান।
বাসস নড়াইল সংবাদদাতা জানান, নড়াইল পৌরসভায় নৌকা প্রতীক পেয়েছেন- জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদের সহধর্মিনী জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আঞ্জুমান আরা এবং কালিয়া পৌরসভায় ওয়াহিদুজ্জামান হিরা।