বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী ৮, সম্পাদক ১৩

৭ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা পড়েছে ২১টি। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছে। সভাপতি পদে ৮জন এবং সাধারণ সম্পাদক পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ৩ ডিসেম্বর বাছাই শেষে ৪ ডিসেম্বর প্রত্যাহারের সময় রয়েছে।

সোমবার দ্বিতীয় দিন সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা এ মনোনয়ন ফরম বিক্রি করেন। প্রথম দিন রোববার ফরম উত্তোলন করেন নেতাকর্মীরা।

বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাডঃ মনতেজার রহমান মন্টু জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থী হতে ৮জন মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দিয়েছে। তারা হলেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন দুলু মাস্টার, এ্যাড. রেজাউল করিম মন্টু, টিএম মুসা পেস্তা, এড. মকবুল হোসেন মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী, বগুড়া পৌর আওয়ামী লীগ নেতা শেখ শামীম, আওয়ামী লীগ নেতা তবিবুর রহমান তবি। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে মনোনয়ন পত্র উত্তোলন শেষে জমা দিয়েছেন বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, মঞ্জুরুল আলম মোহন, টি জামান নিকেতা, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, জাকির হোসেন নবাব, জেলা আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খান রনি, প্রদীপ কুমার রায়, শফিকুল আলম আক্কাস, শিরিন আনোয়ার জর্জিস, এ্যাড. মিনহাদুজ্জামান লিটন, আলরাজী জুয়েল, নাজমা খাতুন, শাহরিয়ার আরিফ ওপেল। সভাপতি পদের মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে ৫ হাজার এবং সাধারণ সম্পাদক পদে ৪ হাজার টাকা করে বিক্রি করা হয়েছে।

রোববারের পর সোমবার মনোনয়ন পত্র তোলার সময় শতশত নেতাকর্মীকে জেলা কার্যালয়ের বাহিরে নিজনিজ প্রার্থীদের নামে শ্লোগান দিতে শোনা যায়। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান