জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু বলেছেন, যারা বঙ্গবন্ধুকে ও শিশু শেখ রাসেলকে হত্যা করেছে তারা বাঙালি জাতির চরম শত্রু।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ তৈরির পথে এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিশু তৈরি করা আমাদের দায়িত্ব।
আজ পাবনার বেড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভিক নির্মল দুজয়’ প্রতিপাদ্যে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ কথা বলেন।
তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী ও তাদের উত্তরসূরীদের মূলোৎপাটন করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে হবে। তারা যেন আর কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে না আসতে পারে এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। (বাসস)