জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাসীন আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়েছে।
আজ রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দায়ের এই মামলা বিচারের জন্য অন্য আদালতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। মহানগর হাকিম মো. জিয়াউর রহমান এই নির্দেশ দেন।
গত ২০ মার্চ এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত। রবিবার ওই মামলায় পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। এই মামলায় খালেদা জিয়া গত ১৮ জুন হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। জামিন সংক্রান্ত আদেশ নিম্ন আদালতে পৌঁছানোতে পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদনের দরকার নেই। নিয়ম অনুযায়ী আসামি মামলায় হাজির হলেই মামলা বিচারের জন্য প্রস্তুত হয়। এখন যেকোনো একটি আদালতে পাঠানো হবে। এরপর অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হবে
আজকের বাজার/লুৎফর রহমান