বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের অগ্রযাত্রা থমকে গিয়েছিল : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রা বারবার বাধাগ্রস্ত করা হয়েছে। পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর সমৃদ্ধির ধারায় ছেদ পড়ে। দেশের অগ্রযাত্রা থমকে যায়।

সোমবার (২৩ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর জাতির জনক যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছিলেন তখনই এলো আঘাত। জাতির জনককে স্বপরিবারের হত্যা করা হলো। এর পরের ইতিহাস তো আপনাদের সবারই জানা।

শেখ হাসিনা বলেন, পচাত্তরের পরের ইতিহাস হচ্ছে হত্যার ইতিহাস, সংবিধান লংঘনের ইতিহাস, ক্যু’র ইতিহাস, ক্ষমতা দখলের ইতিহাস। পঁচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছে তারা নিজেদের ভাগ্য গড়েছেন। দেশের স্বার্থ তাদের কাছে গুরুত্ব পায় নি। দেশকে ভিক্ষার ঝুলি ধরিয়ে দেওয়ার মতো অবস্থা। পচাত্তরের পরবর্তী শাসকরা চেয়েছিল বাংলাদেশের মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে বিদেশে ঘুরে বেড়াক।

তিনি বলেন, ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সামগ্রিক উন্নয়নে জোর দেয়। দেশের মানুষের ভাগ্য গড়ায় জোর দেয়।

অনুষ্ঠানে জন প্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বক্তব্য দেন। এসময় ৩৯ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জনপ্রশাসন পদক দেওয়া হয়।

আজকের বাজার/এমএইচ